আজঃ রবিবার ১২-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সামরিক কর্মকর্তাদের গণগ্রেপ্তারের বিষয়টি ‘গুজব’: প্রেস সচিব

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১২ Oct ২০২৫
  • / পঠিত : ৪ বার

সামরিক কর্মকর্তাদের গণগ্রেপ্তারের বিষয়টি ‘গুজব’: প্রেস সচিব

এসবিনিউজবিডিডেস্ক: জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এসব অপপ্রচার করা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন দাবিকে 'ভিত্তিহীন গুজব' বলে উড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওইসব পোস্ট সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব দাবিকে 'সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব' বলে দাবি করেন।

প্রেস সচিব বলেন, 'এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। আইসিটির চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, অতিরিক্ত কোনো প্রতিরক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই।'

জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এসব অপপ্রচার করা হচ্ছে।

শফিকুল আলম আরও বলেন, 'আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করাই এসব গুজবের মূল উদ্দেশ্য।'

ডিজিএফআই বাতিল করার কোনো পরিকল্পনা সরকার নেয়নি বলেও এ সময় স্পষ্ট করেন তিনি।

প্রেস সচিব বলেন, 'সরকার বরং সংস্থাটির কার্যক্রম আরও কার্যকর করতে সীমান্ত ও বৈদেশিক গোয়েন্দা তৎপরতার ওপর গুরুত্ব বাড়ানোর জন্য সংস্কারের বিষয়টি বিবেচনা করছে।'

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba