আজঃ সোমবার ১৩-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

পিআর পদ্ধতির দাবিতে যশোর জেলা প্রশাসকে জামায়তের স্মারকলিপি প্রদান

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১২ Oct ২০২৫
  • / পঠিত : ৩ বার

পিআর পদ্ধতির দাবিতে যশোর জেলা প্রশাসকে জামায়তের স্মারকলিপি প্রদান

জামায়াতে ইসলামী ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

গতকাল রোববার দুপুরে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভা শেষে এই স্মারকলিপি প্রদান করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য জুলাই সনদ বাস্তবায়নই হলো জাতির মুক্তির একমাত্র পথ।

ভবিষ্যতে যাতে দেশে আর কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হতে না পারে, সে জন্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি করা হয়। জনগণের অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভবিষ্যৎ সরকার নির্ধারণ করবে এটাই আমাদের লক্ষ্য।

পথসভায় আরও বক্তব্য রাখেন যশোর-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক,জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম,আবুল হাশিম রেজা ও অফিস সেক্রেটারি নুর ই আলা নুর মামুন প্রমুখ।

পথসভায় বক্তারা আরও বলেন, দেশের জনগণ স্বাধীনতা, ন্যায়বিচার ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ। গণ আন্দোলনের অর্জনকে টিকিয়ে রাখতে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba