আজঃ বৃহস্পতিবার ১৫-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ধাক্কা দিয়ে ঝগড়া বাধিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৪

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৪ জুলাই ২০২৩
  • / পঠিত : ১১৭ বার

ধাক্কা দিয়ে ঝগড়া বাধিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৪

ডেস্ক: রাজধানীর মিরপুরে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জ্বল (২৩) এবং মো. রনি (১৯)।

রোববার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর মডেল থানার ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তাররা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা ‘ধাক্কা পার্টি নামে পরিচিত।

তিনি বলেন, সাধারণত নারীদের কাছ থেকেই ছিনতাই করে তারা। বিভিন্ন জনবহুল স্থান বিশেষ করে মার্কেট ও শপিংমলের সামনে অবস্থান নেয়। সুযোগ বুঝে নারীদের ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। এরপর ওই নারীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে গ্রুপের বাকি সদস্যরা ব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, রোববার একই কায়দায় মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিল। সে সময় ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba