আজঃ শনিবার ১৫-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

টাঙ্গাইলে পুকু‌রে ডুবে দুই শিশুর মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৩ Sep ২০২৩
  • / পঠিত : ২৯২ বার

টাঙ্গাইলে পুকু‌রে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে পুকু‌রে ডুবে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। এর আগে তা‌দের উদ্ধার ক‌রে ভুঞাপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে চি‌কিৎসকরা তাকে মৃত ঘোষণা ক‌রেন। 

শ‌নিবার (২ সে‌প্টেম্বর) সকা‌লে উপ‌জেলার দেউপুর ম‌ধ্যেপাড়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। ওই শিশু দুজন সম্প‌র্কে খালা-ভাগনি ছিল। 

মৃত শিশু দুজন হলো, উপ‌জেলার মা‌নি‌কের মে‌য়ে জান্না‌তি (১১) ও একই উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউনিয়‌নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মে‌য়ে সা‌দিয়া আক্তার জিম (৮)। 

মৃত শিশু সা‌দিয়ার মামা জাকা‌রিয়া ব‌লেন, সকা‌লে জান্না‌তি ও সা‌দিয়া বা‌ড়ির পা‌শেই খেলাধুলা শে‌ষে গোসল করার জন্য পুকু‌রে নে‌মে‌ছিল। প‌রে সেখা‌নে তারা পা‌নি‌তে ডু‌বে যায়। তা‌দের পা‌নি‌তে পড়ার খবর দেয় আরেক শিশু। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় পুকুর থেকে দুজ‌নকে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাই। 

ভুঞাপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. ম‌নিরুল ইসলাম রুপক বলেন, দুই শিশু‌কে মৃত অবস্থায় হাসপাতা‌লে আনা হ‌য়েছিল।

ভুঞাপুর থানা পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) কামরুল হো‌সেন ব‌লেন, দুই শিশুর মর‌দেহ হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল। আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba