আজঃ রবিবার ১১-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

রাশিয়ার কাছে বাখমুত হারানোর কথা স্বীকার করলেন জেলেনস্কি

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২২ মে ২০২৩
  • / পঠিত : ১৬৭ বার

রাশিয়ার কাছে বাখমুত হারানোর কথা স্বীকার করলেন জেলেনস্কি

ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রবিবার রাশিয়ার কাছে বাখমুত শহর হারানোর বিষয়টি স্বীকার করেছেন।

জাপানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শহরটি কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে কি না। তিনি উত্তরে বলেন, ‘আমি মনে করি না। আজকে বাখমুত শুধু আমাদের হৃদয়ে আছে।’

এর আগে শনিবার রাশিয়া দাবি করে, তারা ধ্বংসপ্রাপ্ত পূর্ব ইউক্রেনের শহরটি পুরোপুরি দখল করেছে, যা সত্য হলে ১৫ মাসের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটবে।

জেলেনস্কি আরো বলেছেন, ‘এটি ট্র্যাজেডি। জায়গাটিতে আর কিছুই নেই।’

বৃহৎ সমতল শহরটিতে হামলার নেতৃত্বে ছিল রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের সেনারা, যার নেতা ইয়েভগেনি প্রিগোজিন আগের দিন বলেছিলেন, তার সেনারা শেষ পর্যন্ত ইউক্রেনীয়দের শহরের অভ্যন্তরে প্রবেশ করে দখল নিয়েছে।

কিয়েভ এর আগে প্রিগোজিনের এ দাবি অস্বীকার করেছিল।

তবে বিশ্লেষকরা বলছেন, মস্কোর কাছে বাখমুতের কৌশলগত মূল্য খুব কম। দীর্ঘতম যুদ্ধের পর এ শহরের দখল রাশিয়ার জন্য একটি প্রতীকী বিজয়।

পশ্চিমা কর্মকর্তাদের অনুমান, বাখমুতে ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীকেও অনেক মূল্য দিতে হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba