আজঃ শুক্রবার ২৩-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মজুদদারদের জেলে দিতে বললেন খাদ্যমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৬ Jan ২০২৪
  • / পঠিত : ১৯৫ বার

মজুদদারদের জেলে দিতে বললেন খাদ্যমন্ত্রী

: অবৈধভাবে চাল মজুতদারদের মজুতের সমপরিমাণ জরিমানা করতে হবে, অথবা মামলা করে জেলে দিতে হবে। নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া যাবে না। মজুদদাররা যে দলেরই হোক না কেন, যার আত্মীয়ই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, এরআগে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে ছিল অসাধু কিছু ব্যবসায়ীরা। এরপর থেকে সারাদেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কাজ করছে। এখনও সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাসত করা হবে না।
আলোচনা সভায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba