আজঃ সোমবার ১২-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরের শার্শায় নিজের ট্রাক্টরচাপায় কিশোর নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৫ Mar ২০২৪
  • / পঠিত : ২৪৫ বার

যশোরের শার্শায় নিজের ট্রাক্টরচাপায় কিশোর নিহত

যশোরের শার্শায় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিরব হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকেলের দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জোহরা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের শাহিন হোসেনের ছেলে ও ট্রাক্টর চালক ছিলেন।

টেংরা গ্রামের ইউপি সদস্য মোজাম গাজী নিউজকে জানান, নিরব ট্রাক্টরে করে মাটি বহনের কাজ করেন। ঐদিন নিরব হোসেন ট্রাক্টরে মাটি বহন করে নিজে চালিয়ে জামতলার দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে সড়কে পড়ে যান। এসময় সে নিজের ট্রাক্টরের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই মারা যায়।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্ধার্থ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার পূর্বক ট্রাক্টরটি জব্দ করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপেক্ষিতে মরদেহটি ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba