আজঃ বৃহস্পতিবার ১৩-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

অবৈধ পথে ভারতে জেল খেটে দেশে ফিরে এলো ১২ নারী

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৯ Mar ২০২৪
  • / পঠিত : ১৪৬ বার

অবৈধ পথে ভারতে জেল খেটে দেশে ফিরে এলো ১২ নারী

অবৈধ পথে ভারতে যেয়ে আটকা পড়ে জেল খেটে দেশে ফিরেছে ১২ নারী। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের বেনাপোল ইমিগ্রেশন এর মাধ্যমে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তুলে দিয়েছে। ১২ জনের মধ্যে সর্বোচ্চ ১৪ মাস ও সর্বনিম্ন আট মাস করে তারা জেল খেটেছেন।

ফিরে আসাদের মধ্যে রয়েছে ফরিদপুর জেলার নগরকান্দা থানার পিংকি আলম,(২১),ঢাকার তুরাগ থানার ময়না ( ২৬), সাতক্ষীরার তালার পিঙ্কি (৩০), মতলব থানার আক্সারা খান ( ২৯) খুলনার তেরোখাদার পারভালোকেশ ( ৩৯), বরিশালের মুলাদী থানার পায়েল রাজু (৩৪), পিরোজপুরের মঠবাড়িয়ার রিয়া সুমন (২২), নারায়ণগঞ্জের ইভা আক্তার ( ১৮), ঢাকা সাভারের জাহিদা আক্তার( ১৮)নারায়ণগঞ্জের রূপগঞ্জের বন্যা শুকলা (১৬), নরসিংদী জেলার সদরের ফারজানা( ১৮), গোপালগঞ্জ জেলা সদরের আসমা সাদিক ( ৩৮)।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট তাদেরকে হস্তান্তর করেন।পরবর্তীতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানার নিকট হস্থান্তর করা হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba