আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

খুলনায় আজ কারফিউ শিথিল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪
  • / পঠিত : ১৬৩ বার

খুলনায় আজ কারফিউ শিথিল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত

কারফিউ জারির ষষ্ঠ দিনে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে। ফলে বৃহস্পতিবার সকাল ৬টার আগ পর্যন্ত এবং রাত ৮টার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।


বুধবার (২৪ জুলাই) রাতে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুলনা মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খুলনার আইনশৃঙ্খলা রক্ষায় দুই শতাধিক সেনাবাহিনীর সদস্য মাঠে রয়েছে। এছাড়া খুলনায় চার প্লাটুন বিজিবি, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।


বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান কারফিউ শিথিল রাখা হয়। ফলে সকাল থেকেই নগরীতে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। ব্যবসাপ্রতিষ্ঠান, বিপণিবিতান, ব্যাংক-বিমা, আদালতে স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশেষ বেশকিছু দিন পর শ্রমজীবী মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।


এদিকে কারফিউ শিথিলের সঙ্গে সঙ্গে খুলনা থেকে ১৮টি রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু করে। ঢাকাসহ দূরপাল্লার যানবাহনও চলেছে সময়মতো। তবে সন্ধ্যার পর কারফিউ বহাল থাকায় কোনো যানবাহন চলাচল করেনি বলে জানিয়েছেন খুলনা বাস মালিক ও শ্রমিক নেতারা।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba