আজঃ রবিবার ১১-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

বেনাপোলে হেরোইনসহ গ্রেপ্তার ৫

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৯ Sep ২০২৪
  • / পঠিত : ১০৬ বার

বেনাপোলে হেরোইনসহ গ্রেপ্তার ৫

: যশোরের বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে পাসপোর্টধারীদের সঙ্গে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পাসপোর্টধারীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চৌধুরী সুপার মার্কেটের গোপন ঘর থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে আসাদুল ও ইশার উদ্দীনের ছেলে মিরাজ, ভবারবেড় গ্রামের সমেদ হাওলাদারের ছেলে শামিম, ঘিবা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি, বড় আঁচড়া শহিদুল ইসলামের ছেলে ইমরান।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, পাসপোর্টধারীদের জিম্মি করে প্রতারণার অভিযোগে চেকপোস্ট সীমান্তে গোপন আস্তানা গুলো বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রতারকরা সেসব ঘরের তালা ভেঙে আবারও আস্তানা গড়ে পাসপোর্টধারীদের সঙ্গে প্রতারণা করে টাকা ও মুল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। প্রতারনার অভিযোগে অভিযান চালিয়ে একটি আস্তানা থেকে ৫ চিহ্নিত ছিনতাইকারীকে ধরা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে প্রত্যেকের পকেট থেকে হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণার মাধ্যমে ছিনিয়ে নেওয়া অর্থ ফিরিয়ে দেওয়া হয় পাসপোঁর্টধারীদের।

এদিকে স্থানীয়রা জানান, ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রতারকরা বন্দরের বাস টার্মিনাল ও প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ফরম লেখার কথা বলে প্রকাশ্যে তাদের আস্তানায় ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নিচ্ছে। এসব ঘর মালিকরা বেশি লাভের আশায় প্রতারকদের কাছে ঘর ভাড়া দিচ্ছে। আর প্রতারকরা সাইনবোর্ড বিহীন এ সব আস্তানায় নিয়ে পাসপোর্টধারীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। গত সপ্তাহে চেকপোস্ট এলাকায় পাসপোর্টধারী প্রতারণার সাথে জড়িত ৮টি ঘরে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। তবে প্রতারকরা সে তালা ভেঙে আবার আস্তানা গড়ছে। এদের বিরুদ্ধে একাধিকবার দেওয়া হয়েছে প্রতারণা মামলা। তবে বারবার তারা ফিরে এসে আবারও প্রতারণায় জড়াচ্ছে। কোনো ভাবে বন্ধ হচ্ছে এসব কার্যক্রম।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba