আজঃ সোমবার ১২-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

কানাডায় ভয়াবহ দাবানল, ধ্বংস হয়ে গেছে দুই শতাধিক ভবন

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০১ জুন ২০২৩
  • / পঠিত : ১৫৬ বার

কানাডায় ভয়াবহ দাবানল, ধ্বংস হয়ে গেছে দুই শতাধিক ভবন

ডেস্ক: কানাডার একটি প্রদেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। দেশটির নোভা স্কোটিয়া প্রদেশে এই দাবানল ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ইতোমধ্যেই সেখানে বেশ কিছু বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ১৬ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নোভা স্কোটিয়ার বৃহত্তম শহর হ্যালিফেক্সের কাছে প্রায় ১৬ হাজার ৪শ’ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। স্থানীয় সময় রবিবার দাবানলের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন।

জানা গেছে, ২৫০০০ হাজারের বেশি একর এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আগুনে দুই শতাধিক ভবন ধ্বংস হয়ে গেছে। পুরো প্রদেশ জুড়ে দুই শতাধিক দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে আশার কথা এই যে, সেখানে দাবানলের কারণে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স, বিবিসি

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba