আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে হত্যা মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৩ Dec ২০২৪
  • / পঠিত : ৬১ বার

যশোরে হত্যা মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

:যশোরের চৌগাছায় রাবেয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি তামিম হোসেন (২৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের সবজি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তামিম উপজেলার বাঘারদাড়ি গ্রামের তাজউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার বাঘারদাড়ি গ্রামের রাবেয়া খাতুন নামে এক গৃহবধূ নিখোঁজ হন। নিখোঁজের দুদিন পর মঙ্গলবার প্রতিবেশী তামিমদের বাড়ির একটি ডোবা থেকে রাবেয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রবিউল ইসলাম তামিম, তার বাবা তাজ উদ্দিন ও চাচা জসিম উদ্দিনকে আসামি করে মামলা করেন।

দুপুরে চৌগাছা সবজি বাজারে তামিমকে দেখতে পেয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন জানান, তামিম রাবেয়া হত্যার প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুই আসামি পলাতক। তাদের আটকে অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba