আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৩ Dec ২০২৪
  • / পঠিত : ৫৭ বার

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, কাপড় ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৩ ডিসেম্বর) আটক মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার পুটিজুরি এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

জব্দ মালামালের মধ্যে রয়েছে, ১৪ হাজার ১৯২ পিস কিটক্যাট চকলেট, বিভিন্ন প্রকার ক্রিম ও অয়েন্টমেন্ট ৪১ হাজার ৭২৭ পিস, বিভিন্ন ধরনের ট্যাবলেট ৯ লাখ ৭২ হাজার পিস, ভিকস্ কফ ড্রপস লজেন্স এক হাজার ৪৭৬ প্যাকেট, স্যুটের কাপড় এক হাজার ১১৫ মিটার, বিভিন্ন প্রকার জর্জেট কাপড় ছয় হাজার ৩৮৯ মিটার, বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী পাঁচ হাজার ৯৯০ পিস। জব্দকৃত মালামালের মূল্য দুই কোটি ৮১ লাখ ৮০ হাজার ১৬০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান জানান, বিজিবির চোরাচালান বিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba