আজঃ বৃহস্পতিবার ১৩-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে এলো ৩৩২০ টন চাল

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৪ Dec ২০২৪
  • / পঠিত : ৫৭ বার

বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে এলো ৩৩২০ টন চাল

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ২৫ দিনে ভারত থেকে তিন হাজার ৩২০ টন চাল আমদানি হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ বন্দর দিয়ে সর্বশেষ তিন ট্রাকে করে ১০৫ টন চাল এসেছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, আমদানিকারক প্রতিষ্ঠান মাহবুবুল আলম ফুড প্রডাক্ট, অর্ক ট্রেডিং এবং সর্দার এন্টারপ্রাইজসহ আটটি প্রতিষ্ঠান বেনাপোল বন্দর দিয়ে এ সব চাল আমদানি করে।

তিনি আরও জানান, দুই বছর পর ১৭ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত ৯৭ ট্রাকে তিন হাজার ৩২০ টন চাল আমদানি হয়েছে।

এরআগে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব লুৎফর রহমান স্বাক্ষরিত এক পত্রে ৯২ প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয়। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে দুই লাখ ৭৩ হাজার টন সিদ্ধ চাল ও এক লাখ ১৯ হাজার টন আতপ চাল আমদানি করার কথা। কিন্তু বেঁধে দেওয়া সময়ে মাত্র তিন হাজার ৩২০ টন চাল আমদানি হয়।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ২০২৩ সালের ২০ জুলাই থেকে দেশের বাইরে সিদ্ধ ও আতপ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। তার আগে ২০২২ সালের নভেম্বর থেকে এ বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। সেই সময় চাল আমদানি নিরুৎসাহিত করতে চালের ওপর ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়। এরপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি। সরকার চালের শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় গত ১৭ নভেম্বর থেকে আবার চাল আমদানি শুরু হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba