আজঃ শুক্রবার ১৪-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

টাঙ্গাইল মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন হাফেজ নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৮ Dec ২০২৪
  • / পঠিত : ৬০ বার

টাঙ্গাইল মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন হাফেজ নিহত

: টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে বড়বাইদ এতিমখানার ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড়বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুরের ইমাম হাফেজ হাবিবুর রহমান ও টাঙ্গাইলের নাগরপুরের হাফেজ হাসান শিরাজী মুয়াজ্জিন।

পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেলে করে হাফেজ হাবিবুর ও হাফেজ হাসান এতিমখানায় যাচ্ছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর ও হাসান নিহত হন।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba