আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

অনিয়মের অভিযোগে পঞ্চগড় আদালতে জনবল নিয়োগ পরীক্ষা স্থগিত

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২০ Dec ২০২৪
  • / পঠিত : ৫৮ বার

অনিয়মের অভিযোগে পঞ্চগড় আদালতে জনবল নিয়োগ পরীক্ষা স্থগিত

: পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। পরে পরীক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান।

নিয়োগ পরীক্ষা কেন্দ্র সূত্র জানায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জনবল নিয়োগ পরীক্ষা শুরু হয়। একপর্যায়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। তারা পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় চার ঘণ্টা অবরোধসহ বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। দুপুরের পর অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনসহ স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

মনিরুজ্জামান মিঠুন নামের একজন পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে ঢুকে দেখি কোনো আসন বিন্যাস নেই। যে যার মতো বসছেন। পরীক্ষা দেওয়ার আগেই অনেকের হাতে প্রশ্নপত্র দেখতে পাই। আমরা এই পরীক্ষায় অনেক অনিয়ম-দুর্নীতি দেখতে পেয়েছি। যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।’

পরীক্ষা কেন্দ্র মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘এই পরীক্ষার বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে আগে তেমন কিছু জানানো হয়নি। কলেজের কোনো শিক্ষককে পরীক্ষায় দায়িত্বও দেওয়া হয়নি। আমাদের কলেজের কিছু সরঞ্জাম ভাঙচুর হয়েছে। এর ক্ষতিপূরণ দিতে হবে। পরীক্ষা কমিটির অসহযোগিতার জন্যই আজকে কলেজের বদনাম হলো।’

পঞ্চগড় সিনিয়র সহকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন রায় বলেন, ‘পরীক্ষার শুরুতে কিছুটা এলোমেলো হয়। পরে আমরা ঠিক করি। কিন্তু অকারণে কিছু পরীক্ষার্থী বিশৃঙ্খলা করায় সমস্যার সৃষ্টি হয়।’ তিনি আরও বলেন, আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba