আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

কক্সবাজারে মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা, শিক্ষার্থী নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৮ Dec ২০২৪
  • / পঠিত : ৬৪ বার

কক্সবাজারে মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা, শিক্ষার্থী নিহত

কক্সবাজারের-টেকনাফের মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম সাজিদ কবির। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করে ঢাকার মাইলস্টোন কলেজে ভর্তি হয়েছিলেন। তার বাবা মো. কবির টেকনাফ সাবরাং খাটাবনিয়ার বাসিন্দা। তিনি কক্সবাজার সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক কর্মকর্তা।

রাশেদুল হক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল ইনানী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুজন আরোহী পড়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই শিক্ষার্থী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে যাবেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba