আজঃ মঙ্গলবার ১৩-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মনমোহনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ৩১ Dec ২০২৪
  • / পঠিত : ৫১ বার

মনমোহনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা

এসবিনিউজবিডি ডেস্ক: ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (প্রয়াত) প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে এ শ্রদ্ধা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষ করে হাইকমিশনে খোলা শোক বইয়ে শোকবার্তাও লেখেন প্রধান উপদেষ্টা।

এর আগে, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সকাল সাড়ে ১১টায় বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, অধ্যাপক ইউনূস হাইকমিশনারের নিকট তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সাথে তার স্মৃতির কথা তুলে ধরেন।

বন্ধুত্বের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি (মনমোহন সিং) কতো সরল ছিলেন! কতো জ্ঞানী মানুষে ছিলেন! ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক দৈত্যে পরিণত করতে সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।

মনমোহন সিং গত বৃহস্পতিবার রাতে ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৯ সালের আগস্ট থেকে ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন।

গুণী এ ব্যক্তি পাকিস্তানের চকওয়াল জেলায় ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

প্রয়াত প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে ভারত।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba