আজঃ বৃহস্পতিবার ১৩-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নাটোরে বিএনপি-আ. লীগের সংঘর্ষে আহত ৫

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৫ Jan ২০২৫
  • / পঠিত : ৪৬ বার

নাটোরে বিএনপি-আ. লীগের সংঘর্ষে আহত ৫

: নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেড়াতে আসা এক সেনা সদস্যসহ পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– আড়বাব আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, তার নাতি জয়, সেনা সদস্য জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর।

স্থানীয়রা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেসবুকে পোস্ট করেন ছাত্রলীগ কর্মী জয়। এর জেরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ওই ছাত্রলীগ নেতাকে মারধর করেন। পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের ধাওয়া করে সাগর নামের এক ছাত্রদল কর্মীকে মারধর করেন।

পরে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান, রাব্বানি ও সেন্টু নামে তিন আওয়ামী লীগ সমর্থকের বাড়ি ভাঙচুর করেন। এসময় মান্নানের বাড়িতে বেড়াতে আসা ছুটিতে থাকা সেনাবাহিনীর সদস্য জিহাদসহ অনন্ত চার জন আহত হন।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে এখনো পুলিশ মোতায়েন আছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba