আজঃ বৃহস্পতিবার ১৩-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পরে যবিপ্রবি শিক্ষার্থী সজীব উদ্ধার

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৮ Jan ২০২৫
  • / পঠিত : ৪০ বার

যশোরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পরে যবিপ্রবি শিক্ষার্থী সজীব উদ্ধার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সজীব হোসেনেকে জেলা ডিবি পুলিশ উদ্ধার করেছে।

নিখোঁজের ৪৮ঘণ্টা পরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরের আব্দুল্লাহপুর গ্রামের নাজমুল ইসলাম রকির বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এদিন সকালে সন্ধান না পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজেদ হোসেন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত ৭জানুয়ারি সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব হোসন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তার মোবাইল নম্বর বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ঐদিন রাতে সজীব হোসনের ভাগ্নেকে রাতের খাবারের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বের হন। কিছুক্ষণ পর তার এক বন্ধু জানান, সজীবকে অজ্ঞাতনামা চার-পাঁচজন অপহরন করে আটকে রেখেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন এবং সাধারণ শিক্ষার্থীদের জানায়।

সজীবের রোল নাম্বার ১৯১১৩৭। তার স্থায়ী ঠিকানা রাজশাহী জেলার পুটিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে। তিনি আবু বাক্কারের ছেলে।

সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন এবং সাধারণ শিক্ষার্থীরা বুধবার সকালে যশোর কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।যার নম্বর ৭৫৯। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। যদি সজীব হোসনের সন্ধান দ্রুত না পাওয়া যায়, তাহলে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিবে বলে প্রশাসনকে জানান।

ডিউটি অফিসার শারমিন জানিয়েছেন, জিডি গ্রহণ করা হয়েছে। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হেচ্ছে। পরে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযানে নামে। পরে ডিবি পুলিশ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নাজমুল ইসলাম রকির বাড়ি থেকে তাকে উদ্ধার করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba