আজঃ বৃহস্পতিবার ১৩-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ভারত ও চীনে শনাক্ত নতুন ভাইরাস, সতর্কাবস্থায় ভোমরা স্থলবন্দর

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১২ Jan ২০২৫
  • / পঠিত : ৫৩ বার

ভারত ও চীনে শনাক্ত নতুন ভাইরাস, সতর্কাবস্থায় ভোমরা স্থলবন্দর

: চীন ও ভারত থেকে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নামে নতুন ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) থেকে স্থলবন্দরে মেডিকেল ক্যাম্প স্থাপন করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে একটি বিশেষ মেডিকেল টিম।

সকালের শুরুতেই পাঁচ সদস্যের মেডিকেল টিম ভারত থেকে আসা যাত্রী ও পণ্যবাহী ট্রাকচালক ও হেল্পারদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। কারও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি পাওয়া গেলে তাকে আলাদা করে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ইমিগ্রেশনের পক্ষ থেকে পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে এবং সংক্রমণ প্রতিরোধে অন্যান্য সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। ভারত থেকে আসা আমদানিকৃত পণ্যের চালান এবং চালক-হেল্পারদেরও এই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

ভোমরা স্থলবন্দরের মেডিকেল টিমের ইনচার্জ এবং সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য পরিদর্শক ডা. আব্দুস শহিদ বলেন, নতুন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোমরা স্থলবন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলছে। ভারত থেকে আসা সব যাত্রী এবং পণ্যবাহী ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভাইরাস সংক্রমণ ঠেকাতে এমন উদ্যোগে সাধারণ যাত্রীদের মধ্যেও সন্তোষ দেখা গেছে।

সম্প্রতি চীন ও ভারতের দুই শিশুর শরীরে নতুন এইচএমপিভি শনাক্ত হয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস এবং এমপক্সের মতো অতীতের মহামারির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন এই ভাইরাস মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভোমরা স্থলবন্দরের এমন উদ্যোগ সংক্রমণ ঠেকাতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba