আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মানবপাচারকারী গ্রেফতার

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১২ Jan ২০২৫
  • / পঠিত : ৫৭ বার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মানবপাচারকারী গ্রেফতার

: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. ইফতেখারুল আলম (২৮) নামে দুবাইগামী এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাত 8টায় তাকে গ্রেফতার করা হয়। ইফতেখারুল ফেনী সদর থানাধীন ফাজিলপুর গ্রামের নুরের জামানের ছেলে।

তার বিরুদ্ধে শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় মানবপাচার আইনে মামলা দায়ের হয়েছে। একই থানার ষাইটশালা গ্রামের মো. রেহান উদ্দিন আখন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেন। মামলায় গ্রেফতার এড়াতে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

ইফতেখারুলকে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, গ্রেফতার ইফতেখারুল বাংলাদেশ বিমানের দুবাইগামী ‘বিজি ১৪৭’ ফ্লাইটের যাত্রী ছিলেন। তিনি ওই ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য বিমানবন্দর ইমিগ্রেশনের বহির্গমন টার্মিনালে ইমিগ্রেশন সম্পন্নের জন্য যান। এসময় অনলাইন সার্ভারে যাত্রীর তথ্য পাওয়ায় ডেস্ক অফিসার তাকে প্রসিকিউশন অফিসারের কাছে পাঠান। পরে যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মানবপাচার আইনের মামলা রয়েছে। পরে তাকে সাধারণ ডায়েরির মাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, গ্রেফতার ইফতেখারুল গত বছর ষাইটশালা গ্রামের তানভির আখন্দ রাফিকে ইতালি নেওয়ার কথা বলে তার বাবা রেহান উদ্দিন আখন্দের কাছ থেকে দুই মেয়াদে ৭ লাখ টাকা নেন। পরে রাফিকে বিদেশ নেওয়ার কথা বলে আটকে রাখেন। মূলত রাফিকে আটক করে বিক্রি করে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করে ইফতেখারুল। বিষয়টি জানতে পেরে পুলিশ রাফিকে উদ্ধার করে।

এ নিয়ে গত ৮ জানুয়ারি কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালে মামলার আবেদন করে করেন রেহান উদ্দিন আখন্দ। আদালত শুনানি শেষে বাদীর আবেদনটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য ব্রাহ্মণপাড়া থানার ওসিকে নির্দেশ দেন।

বিষয়টি জানতে পেরে থানায় মামলা রেকর্ড হওয়ার আগেই আসামি ইফতেখারুল দুবাইয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba