আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

জুলাই অভ্যুত্থানে আহতরা নির্ভেজাল গণতন্ত্র চায়: নির্বাচন কমিশনার

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৩ Jan ২০২৫
  • / পঠিত : ৫১ বার

জুলাই অভ্যুত্থানে আহতরা নির্ভেজাল গণতন্ত্র চায়: নির্বাচন কমিশনার

এসবিনিউজবিডি ডেস্ক: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের দেশপ্রেমের কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। তারা বলেছেন ভালো নির্বাচন না হলে আবারো আন্দোলনে নামবে।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন।

মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই। সেটা হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ কোনো কিছু না। আমানতের খেয়ানতকারীর অবস্থান জাহান্নাম। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত। আর এ আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।

তিনি বলেন, মানসিক শক্তি, সৎ উদ্দেশ্য ও সিনসিয়ারিটি থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব। ভুল এমনি এমনি হয় না। এর জন্য কেউ না কেউ দায়ী। এনআইডি নিয়ে বিগত দিনে অনেক বদনাম রয়েছে। তাই আমাদের সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে।

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba