আজঃ মঙ্গলবার ১৩-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না, রাষ্ট্রপতি হবে নির্দলীয়

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৫ Jan ২০২৫
  • / পঠিত : ৬৭ বার

দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না, রাষ্ট্রপতি হবে নির্দলীয়

এসবিনিউজবিডি ডেস্ককোনো দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে প্রস্তাব করেছে নির্বাচন সংস্কার কমিশন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বদিউল আলম মজুমদার জানান, ১৬টি ক্ষেত্র প্রায় ১৫০টি সুপারিশ দেওয়া হয়েছে। তিনি জানান, ‘ভাঙা’ নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্তর্ভূক্তিমূলক করার পাশাপাশি সব অংশীজনকে দায়বদ্ধতার মধ্যে আনার লক্ষ্যে এই সুপারিশগুলো করা হয়েছে।

উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে—

>> কোনো ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না।

>> কোনো দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না।

>> বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দিতে হবে।

>> রাষ্ট্রপতি হবে নির্দলীয়।

>> তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেওয়া।

>> ২০ জন সদস্য নিয়ে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার।

>> জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে।

>> দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর কেউ রাষ্ট্রপতি না হন।

>> একই সঙ্গে কেউ যেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান পদে থাকতে পারবে না।

>> সংসদের উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে।

>> উচ্চকক্ষের অর্ধেক সদস্য হবেন দলীয়, বাকি অর্ধেক হবেন নির্দলীয়। নির্দলীয় সদস্যদেরও রাজনৈতিক দলগুলোই মনোনয়ন দেবে। কিন্তু সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব থাকবে।

>> সংসদে নারী প্রতিনিধিত্ব নির্ধারণ হবে ঘূর্ণায়মান পদ্ধতিতে। 

>> সংসদের আসন ১০০টি বাড়ানো। এরমধ্যে এক চতুর্থাংশ নারীদের জন্য সংরক্ষিত করা এবং এগুলো ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করা। যার মাধ্যমে নারীরা সরাসরি নির্বাচিত হবেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba