আজঃ বৃহস্পতিবার ১৩-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

কিশোরগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৭ Jan ২০২৫
  • / পঠিত : ৫০ বার

কিশোরগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭

: কিশোরগঞ্জের ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টা বিভিন্ন এলাকায় তারা আহত হন।

তারা হলেন- পৌর শহরের শুম্ভপুর এলাকার সেলিম মিয়া (২০), নুপুর বেগম (১৪), জাহানারা বেগম (৭০), উপজেলার আগানগর এলাকার দীপ্তি (১৩), পৌর শহরের চন্ডিবের এলাকার সাহাবী (০৪), উপজেলার মৌটুপী গ্রামের বাসিন্দা রইছ আলী (৬৫), পঞ্চবটি এলাকার নাছিত (৪৩), গাছতলা এলাকার রফিয়া বেগম (৬০), ভৈরবপুর এলাকার খোকন (৩৮), চন্ডিবের এলাকার পপি বেগম (৩৮), শুম্ভপুর এলাকার রাফিয়া ( ০২), রঘুনাথপুর এলাকার স্মৃতি (৩০) ও শুম্ভপুর এলাকার রাজ্জাক (৬০)।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভিতরে স্বপন মিয়াসহ (২৫) আরও তিনজন কুকুরের কামড়ে আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিকেল থেকে উপজেলার সাদেকপুর, ভবানীপুর, শিমুলকান্দিসহ পৌর শহরের শম্ভুপুরের স্টেডিয়াম পাড়া, চন্ডিবের, গাছতলাঘাটসহ বিভিন্ন স্থানে নারী, শিশু, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নির্বিচারে কামড়ায় একটি পাগলা কুকুর। এসময় ১৭ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী আজাহার মিয়া বলেন, বিকালে হঠাৎ হাসপাতালের ভিতরে একটি কুকুর প্রবেশ করে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। এসময় হাসপাতালের স্বপন নামের এক কর্মীসহ তিনজন আহত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান জানান, এখন পর্যন্ত ১৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তবে কেউ গুরুত্বর আহত নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba