আজঃ শুক্রবার ১৪-০৩-২০২৫ ইং || ২৮ ফাল্গুন ১৪৩১ খ্রিষ্টাব্দ

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধরের অভিযোগ

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২১ Jan ২০২৫
  • / পঠিত : ৪৯ বার

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধরের অভিযোগ

: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাশকে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার শিকার শেখ ফরাশ বলেন, ‘রবিবার সন্ধ্যায় আমিসহ বেশ কয়েকজন শহরের আকুরটাকুর পাড়া ওয়াফেল টাইমের সামনে বসে ছিলাম। এ সময় হঠাৎ করে পাঁচ-সাতটি মোটরসাইকেল আমাদের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন আমাকে মোড়া থেকে উঠে দাঁড়াতে এবং আরেকজন ওখানেই বসতে বলে। পরে তারা আমাকে দোকানের ভেতরে যাওয়ার জন্য বলে। আমি ভেতরে না গিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একজন মোড়া তুলে আমাকে সজোরে আঘাত করে। এরপর কয়েকজন মিলে আমাকে মারতে থাকে। এতে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পরে তারা আমাকে শহরের মুসলিম পাড়ায় একটি গলিতে নিয়ে এক ঘণ্টা আটকে রাখে।’

শেখ ফরাশ আরও বলেন, ‘বিষয়টি জানতে পেরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই সদর থানায় মামলা দায়ের করি। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। তাদের কয়েকজনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখেছি আমি। হামলাকারীদের দ্রুতই গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, ‘হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba