আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র সংগঠককে পেটাল ছাত্রলীগ নেতাকর্মীরা

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৪ Jan ২০২৫
  • / পঠিত : ২১ বার

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র সংগঠককে পেটাল ছাত্রলীগ নেতাকর্মীরা

: পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সংগঠক ইব্রাহিম রহমানকে (২১) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার রাত ৯টায় ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে পৌর যুবলীগ সভাপতির কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ইব্রাহিম শহরের পুর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

হামলাকারীরা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখা নেতা শাকিল হোসেন (২২) ওরফে পাতি শাকিল, রিফাত হোসেন (২৩) ও তাদের সহযোগী কয়েকজন।

ইব্রাহিম জানান, রাত ৯টায় বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট এলাকায় চা খেতে যান তিনি। এ সময় শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ, চাপাতি ও পিস্তল হাতে নিয়ে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করে। এ সময় দোকানিরা অস্ত্রধারী শাকিলকে বাধা দেয়। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, হামলার খবর পেয়েই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি দল অভিযান শুরু করেছে।

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর দুপুরে ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে ৭ থেকে ৮ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর জাহান দিহানকে পিটিয়ে আহত করে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba