আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

চাঁদপুরে মায়ের জানাজায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলে

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৪ Jan ২০২৫
  • / পঠিত : ৩০ বার

চাঁদপুরে মায়ের জানাজায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলে

: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মায়ের জানাজায় গিয়ে ইয়াছিন প্রধান (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ইয়াছিন প্রধানের ছোট ভাই মো. বাবর আরিফ। এ ঘটনায় নান্দুরকান্দি ও আশপাশের গ্রামজুড়ে চলছে শোকের মাতম।

জানা যায়, ইয়াছিন প্রধানের মা আনোয়ারা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে মারা যান। মায়ের মৃত্যুতে খুব কান্নাকাটিও করেছিলেন ইয়াছিন প্রধান। মৃত্যুর শোক সইতে না পেরে জানাজা অনুষ্ঠিত হওয়ার আগেই স্ট্রোক করেন ইয়াছিন প্রধান। সেখান থেকে সুজাতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইয়াসিন প্রধানের মৃত্যুতে তার মায়ের জানাজা দিতে আসা লোকজন ও আত্মীয়-স্বজন হতভম্ব হয়ে পড়েন।

মৃত ইয়াছিন প্রধানের ছেলে সায়মন হোসেন লাদেন কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবা আমার দাদিকে খুব ভালোবাসতেন এবং আমার দাদিকে সব সময় সেবা যত্ন করতেন। সকালে দাদি মারা গেলে আমার বাবা খুব ভেঙে পড়েন। আসর নামাজের পরে সবাই দাদির জানাজা একত্রিত হলে ঠিক ওই মুহূর্তেই আমার বাবা স্ট্রোক করেন। পরে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা আমার বাবাকে মৃত ঘোষণা করেন। এখন আমি কি করবো বুঝতে পারতেছি না। আমি এতিম হয়ে গেলাম।

এ বিষয়ে ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী জানান, বিষয়টি খুবই মর্মাহত। আমার কাছে খুব খারাপ লাগতেছে। ইয়াসিন প্রধানের ছোট ভাই বাবর আরিফ সমাজের দীর্ঘদিন ধরে অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে আসছে। আমি এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba