আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ইসকন কার্ডে ব্যর্থ হয়ে গুজবের নতুন খেলা শুরু করেছে ভারত: মাহমুদুর রহমান

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৫ Jan ২০২৫
  • / পঠিত : ৪৯ বার

ইসকন কার্ডে ব্যর্থ হয়ে গুজবের নতুন খেলা শুরু করেছে ভারত: মাহমুদুর রহমান

এসবিনিউজবিডি ডেস্ক: ইসকন কার্ডে ব্যর্থ হয়ে ভারত এবার ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুজবের নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জুলাই বিপ্লবের ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে এ সময় মাহমুদুর রহমান বলেন, বিভক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু। ভারত এই ফাটলের সুযোগ নিতে চায়।

তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আমরা যেন না ভুলি। তাদের ত্যাগ আমাদের ঐক্য ধরে রাখার শক্তি জোগাবে।

আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, পুরাতন রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা বেশি। তাদের কাছে অনুরোধ, একটু শান্ত হোন। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। মনে রাখবেন, ঐক্য বিনষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

অনুষ্ঠানে সাংবাদিকতা নিয়েও কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, আমাদের প্রকৃত স্বার্থ হলো স্বাধীন সংবাদপত্র তৈরি করা। যে দলই ক্ষমতায় আসুক, দৈনিক আমার দেশের এডিটোরিয়াল পলিসি অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, আমি ১১ বছর মাঠের বাইরে ছিলাম। কিন্তু স্বাধীনতার পক্ষে লড়াই আমার কাজ ছিল এবং থাকবে।



অনুষ্ঠানে মাহমুদুর রহমানকে সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব এবং দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

এ সময় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, গ্লোবাল টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba