আজঃ শুক্রবার ১৪-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

হাসিনার দালালদের উৎখাত করেই নির্বাচনে যেতে হবে: মাহফুজ আলম

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৫ Jan ২০২৫
  • / পঠিত : ৩৩ বার

হাসিনার দালালদের উৎখাত করেই নির্বাচনে যেতে হবে: মাহফুজ আলম

এসবিনিউজবিডি ডেস্ক: যে প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচনে যেতে পারি না, ফ্যাসিবাদ হাসিনার দালালদের উৎখাত করেই আমাদের নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমাদের ছাত্র-জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে। আমাদের কারো তাঁবেদারি করার দরকার নেই। রাজনৈতিক দলগুলোকে সংস্কারের কাজে সহযোগিতা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংস্কার কাজ শেষ হবার পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবে অন্তর্বর্তীকালীন সরকার।

গণসংবর্ধনা সভায় রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়তের আমির নাজমুল হাসান, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি জাকির পাটোয়ারী, উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব সাহা, মুক্তিযোদ্ধা সালেহ আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন, হাসিবুর রহমান রাফী।

এর আগে, রামগঞ্জ উপজেলার ডাক বাংলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে গার্ড অব অনার দেওয়া হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba