আজঃ সোমবার ১২-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে ডিবি’র হাতে আটক ‘হানি ট্র্যাপ’ চক্রের ৬ সদস্য

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৬ Jan ২০২৫
  • / পঠিত : ৪২ বার

যশোরে ডিবি’র হাতে আটক ‘হানি ট্র্যাপ’ চক্রের ৬ সদস্য

: যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ছয় সদস্যকে আটক করা হয়েছে। এসময় মুক্তিপণের দাবিতে আটকে রাখা ভিকটিমকেও উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ জানুয়ারি) শহরের খালধার রোড এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন যশোর উপশহর বি ব্লক এলাকার আব্দুল মজিদের ছেলে ফাহিম হোসেন, বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান রাব্বী, মধুগ্রামের হারুন উর রশিদের ছেলে মারুফ হোসেন, শংকরপুর টার্মিনাল এলাকার শুকুর আলীর ছেলে ছাব্বির হোসেন, বেজপাড়ার মৃত মতিয়ারের ছেলে শাহরিয়ার হোসেন ওরফে রোহান ও এক নারী।

ডিবি পুলিশ জানায়, ঝিকরগাছার ফুলবাড়ি গ্রামের আশিকুর রহমান এ চক্রের ফাঁদে পড়েন। আশিকুরকে তারা অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে আশিকুরের মা সালমা বেগম এ বিষয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দেন। বিষয়টি পুলিশ সুপারের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। পরে ডিবির উপ-পরিদর্শক (এসআই) আল মামুনের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তি সহযোগিতায় প্রথমে বিপুলের অবস্থান শনাক্ত করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে শহরের খালধার রোড আমিনিয়া মাদরাসা এলাকা থেকে আসামি ফাহিমকে আটক ও ভিকটিম আশিকুরকে উদ্ধার করেন তারা।

জিজ্ঞাসাবাদে তারা ‘ফাঁদ পেতে মুক্তিপণ’ আদায়ের বিষয়টি স্বীকার করেন। একপর্যায়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের আরও পাঁচ সদস্যকে আটক করে ডিবি পুলিশ।

পুলিশ আরও জানায়, ওই নারীর সঙ্গে আশিকুরের পূর্বপরিচয় ছিল। সেই সূত্র ধরে শনিবার দুপুরে আশিকুরকে যশোরে আনা হয়। পরে খালধার রোডের ওই ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে ওত পেতে ছিলেন অন্যরা। এরপর তাকে ব্ল্যাকমেল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকি বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকাও হাতিয়ে নেয় চক্রটি।

এসব তথ্য নিশ্চিত করে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভুঞা জানান, এ চক্রের কাজই মেয়েদের দিয়ে ছেলেদের কৌশলে ডেকে এনে ব্ল্যাকমেল করা। তারা জিম্মি করে মুক্তিপণ আদায় করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba