আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ১৬ কিশোর-কিশোরী

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ৩১ Jan ২০২৫
  • / পঠিত : ৪১ বার

দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ১৬ কিশোর-কিশোরী

ভারতে পাচারের শিকার ১৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে যশোর বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ১০ জন কিশোর ও ছয়জন কিশোরী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের বাড়ি রাজশাহী, দিনাজপুর, যশোর, খুলনা, বান্দরবান, ঠাকুরগাঁও ও নড়াইল জেলায়।

এই কিশোর-কিশোরীরা হলেন, নুর আমিন, কাওছার আলী, দিপু সরকার, পূজা, মিথিলা দাস, সোনিয়া খাতুন, অমৃতা ঘোষ, রাবিয়া খাতুন, নয়ন বিশ্বাস, সামাদ মোল্লা, মোমিন মোল্লা, আশিকুল ইসলাম, দেব দাস, রাশিদুল ইসলাম, তরিকুল ইসলাম ও জিয়াদ মোল্লা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি কিশোর-কিশোরীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে পরিবারের কাছে পৌঁছে দিতে ও আইনি সহায়তায় রাইটস যশোর নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করবে।

রাইটস যশোরের সিনিয়র অফিসার তৌফিকুজ্জামান জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় শুকন্য, কিশোলয় ও সুবায়ন শেল্টার হোম নামের তিনটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা ফেরার সুযোগ পায়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba