আজঃ রবিবার ১১-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চিকিৎসক পলাতক

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০৩ জুন ২০২৩
  • / পঠিত : ২৭২ বার

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চিকিৎসক পলাতক

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বিসমিল্লাহ আধুনিক হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে হোসেন আলী (২৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ জুন) রাতে হোসেন আলীকে অপারেশন করা হলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

মারা যাওয়া হোসেন আলী এনায়েতপুর থানার রূপসী গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে। এর আগেও হাসপাতালটিতে ভুল অপারেশনে এমন আরও কয়েকজনের মৃত্যুর অভিযোগ ওঠে।  রোগীর স্বজনদের অভিযোগ, হোসেন আলীর কিডনিজনিত সমস্যা হলে তাকে বেলকুচির বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর হাসপাতালের ডাক্তার নাজমুল হক বিপ্লব আপরেশন করেন। কোনো প্রকার পরীক্ষা করা ছাড়াই অপারেশন করার ফলে এমন মৃত্যু হয়েছে বলে রোগীর স্বজনরা অভিযোগ করেন।

এদিকে, রোগীর মৃত্যুর খবর পেয়েই হাসপাতাল থেকে পালিয়েছেন হাসপাতালটির মালিক ও কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে কথা বলার জন্য বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের পরিচালক আব্দুর রহমান ও অভিযুক্ত ডাক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba