আজঃ শুক্রবার ১৪-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ভ্যান থেকে ছিটকে পড়ে বাসচাপায় কৃষকের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০৬ Feb ২০২৫
  • / পঠিত : ৩৫ বার

ভ্যান থেকে ছিটকে পড়ে বাসচাপায় কৃষকের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসের চাপায় ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পৌনে ৯টার দিকে আক্কেলপুর পৌরশহরের রুপনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, আসলাম সরদার (৫৫)। তিনি আক্কেলপুর পৌরশহরের শান্তা মহল্লার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আসলাম সরদার আক্কেলপুর কলেজ বাজার থেকে মাংস কেনার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন। তিনি একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়েন। ওই ভ্যানে আরও কয়েকজন যাত্রী ছিলেন। রুপনগর মোড় এলাকার সড়কের ওপর একটি ট্রাক মালামাল আনলোড করছিল। ওই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কা লাগে। এতে ওই ভ্যানে থাকা আসলাম সরদারসহ তিনজন যাত্রী সিটকে পড়ে যান। এ সময় আক্কেলপুর বাস টার্মিনাল থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস আসলামকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। মাথা ও হাত থেতলে ঘটনাস্থলেই আসলাম মারা যান।

নিহতের ছোট ভাই রমজান সরদার বলেন, আমার ভাই মাংস কিনতে একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়ে আক্কেলপুর কলেজ বাজারে যাচ্ছিলেন। কলেজ বাজার পৌঁছার আগে রুপনগর মোড় এলাকায় বাসের চাপায়  মারা গেছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, বাস চাপায় এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। বাসটি দ্রুত বগুড়ার উদ্দেশ্যে চলে গেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba