আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মিরসরাইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিলো ছাত্র-জনতা

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০৬ Feb ২০২৫
  • / পঠিত : ৩৫ বার

মিরসরাইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিলো ছাত্র-জনতা

: চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। এ সময় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মিরসরাই বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসিফ বলেন, মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মজিবুর রহমানের ম্যুরাল বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জাতীয় নাগরিক কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীদের সমন্বয়ে ভাঙচুর করা হয়েছে। আমরা ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখবো না।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba