আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ভেঙে ফেলা হলো দেশের সর্ববৃহৎ ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০৮ Feb ২০২৫
  • / পঠিত : ৩৮ বার

ভেঙে ফেলা হলো দেশের সর্ববৃহৎ ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’

যশোরে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল এস্কেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি, শাবল ও একটি এস্কেভেটর দিয়ে শহরের বকুলতলা মোড়ে শেখ মুজিবের ম্যুরালটি ভাঙচুর করা হয়।

এসময় উপস্থিত ইসলামী ছাত্র মজলিসের নেতারা ঘোষণা দেন, ম্যুরাল স্থানে নির্মিত হবে ২৪ গণঅভ্যুত্থানে নিহত যশোরের দুই শহীদের নামে স্মৃতি ম্যুরাল।

ইসলামী ছাত্র মজলিসের যশোর শহরের সেক্রেটারি আবু দারদা নাঈম বলেন, ‘আমরা আওয়ামী লীগকে উৎখাত করেছি। এই জাতির সামনে আওয়ামী লীগ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই বিষয়টি লক্ষ্য করে আমরা অনেকদিন ধরে চেষ্টা করেছি যশোরে এই ম্যুরালটি গুঁড়িয়ে দিতে। আজ পৌরসভায় গিয়ে একটি এস্কেভেটরের আবেদন করেছিলাম। তারা এস্কেভেটর দিয়েছেন।’

তিনি আরও বলেন, এই স্থানে সম্পূর্ণ শিক্ষার্থীদের অর্থায়নে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত যশোরের দুই শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির এবং শহীদ আবদুল্লাহর নামে স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba