আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

১২ হাজার ইয়াবাসহ আটক সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০৮ Feb ২০২৫
  • / পঠিত : ৮৩ বার

১২ হাজার ইয়াবাসহ আটক সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর

: কক্সবাজারের সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের ৫নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান (৫৩) তার বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুত রেখেছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে কোস্টগার্ড পূর্ব জোন সেন্টমার্টিন দ্বীপে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে আটক করা হয় তাকে। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ১২ হাজার ২৭৪টি ইয়াবা জব্দ করে কোস্টগার্ড।

মো. সিয়াম-উল-হক আরও বলেন, আটক আসামি ও ইয়াবা পরবর্তী ব্যরবস্থা গ্রহণের জন্যয় টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba