আজঃ রবিবার ১১-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১২ Feb ২০২৫
  • / পঠিত : ৩৩ বার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

এসবিনিউজবিডি ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায ৪ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সৌদি আরব থেকে আগত হাবিবুর রহমান নামের এক যাত্রীর যাত্রীর হ্যান্ডব্যাগে থেকে ওই সোনা উদ্ধার করা হয়েছে। সোনার পরিমাণ মোট ৩২৮৯ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো: মাসুদ করিম এসব তথ্য জানিয়েছেন। 

কাস্টমস গোয়েন্দা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল আনুমানিক সাড়ে ১১টায় ইমিগ্রেশন এলাকায় সাউদিয়া এয়ারলাইন্স যোগে আসা যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে সনাক্ত করা হয়। পরে ওই যাত্রীর গতিবিধি নজর রাখা হয়। পরবর্তীতে যাত্রী ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে কাস্টমস গ্রীণ চ্যানেল অতিক্রমের সময় তার দেহ ও ব্যাগেজ তল্লাশি ও স্ক্যানিং করা হয়। এ অবস্থায়, যাত্রীর হ্যান্ডব্যাগে ২৯৯ গ্রাম এবং বুকিংকৃত ব্যাগেজে থাকা তিনটি ব্লেন্ডারে বিশেষ কায়দায় লুক্কায়িত অবস্থায় ৬ পিস স্বর্ণপিন্ড পাওয়া যায়। যার মোট ওজন ২৯৯০ গ্রাম। সেই যাত্রীর কাছ থেকে মোট ৩২৮৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। 

আটককৃত স্বর্ণালংকার ও স্বর্ণপিণ্ড কাস্টম হাউসের শুল্ক গুদামে ডিএম মূলে জমা প্রদান করা হয়েছে। স্বর্ণালংকার ও স্বর্ণপিণ্ডসহ যাত্রীকে গ্রেপ্তার করে ফৌজদারি মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba