আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মরার জন্য অপেক্ষা কর’ লিখে বিএনপি অফিসে ভাঙচুর ,অগ্নিসংযোগ

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১৩ Feb ২০২৫
  • / পঠিত : ২৫ বার

মরার জন্য অপেক্ষা কর’ লিখে বিএনপি অফিসে ভাঙচুর ,অগ্নিসংযোগ

: নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের দেয়ালে বিভিন্ন লেখা লিখে গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরসুবুদ্দি বাজারে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতাল রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং ‘জয় বাংলা’, ‘মরার জন্য অপেক্ষা কর’ ইত্যাদি লেখা দেয়ালে লিখে কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি, বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে চরসুবুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি দানিছ মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।

রায়পুরা থানা পুলিশের ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিক তদন্তও করেছি। তবে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba