আজঃ সোমবার ১২-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১৩ Feb ২০২৫
  • / পঠিত : ৩৩ বার

শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

এসবিনিউজবিডি ডেস্ক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোনকারী শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শাহবাগের মূল সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে পুলিশের ধাওয়া ও জলকামান উপেক্ষা করে আবারও সড়ক অবরোধ করে তারা। একপর্যায়ে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ফলে আন্দোনকারীরা ছত্র ভঙ্গ হয়ে গেলে শাহবাগ মোড়ে যান চলাচল শুরু হয়। 

এর আগে, বৃহস্পতিবার সকালে ৮ম দিনের মতো জাতীয় জাদুঘরের সামনে কাফনের কাপড় পরে অবস্থান নেন নিয়োগপ্রত্যাশীরা।

আন্দোলনকারীরা জানান, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করেছেন। কিন্তু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করা হয়।

প্রসঙ্গত, প্রাথমিকে উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে নিয়োগবঞ্চিত ৩১ প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ফল প্রকাশের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। সেই রিটের প্রেক্ষিতে উত্তীর্ণদের নিয়োগ স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এরপর থেকেই যোগদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তবে নিয়োগ স্থগিতে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba