আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

বাংলাদেশি কৃষকদের মারধর, বিএসএফের দুঃখপ্রকাশ

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৫ Feb ২০২৫
  • / পঠিত : ৬০ বার

বাংলাদেশি কৃষকদের মারধর, বিএসএফের দুঃখপ্রকাশ

: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে মারধরের ঘটনায় পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ এবং জড়িতদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে তারা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ি উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৪ নম্বর সাব পিলারের পাশে বিজিবি ও বিএসফের ব্যাটালিয়ন পর্যায়ের এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শাকিল আলম এবং বিএসএফের পক্ষে ভারতীয় ৩  বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার অমিত কুমার নেতৃত্ব দেন। 

লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, পতাকা বৈঠকে বাংলাদেশি কৃষকদের মারপিটের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। জবাবে বিএসএফ দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর এবং জড়িত বিএসএফ সদস্যদের শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে বিজিবি বিএসএফের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণানন্দ বকসী সীমান্তের ৯৩০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৮ নম্বর সাব পিলারের পাশে কৃষি জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এসময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের ১০-১২ জন বিএসএফ সদস্য হরিদাস খামার এলাকার কাঁটাতারের বেড়ার ৩ নম্বর গেট দিয়ে বাংলাদেশে ঢুকে কৃষকদের গালাগালি করতে থাকেন। কৃষকরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে তাদের এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। এতে আহত হন পাঁচ কৃষক। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba