আজঃ বৃহস্পতিবার ১৩-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

আসামি ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও করে বিএনপি নেতাদের বিক্ষোভ

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৭ Feb ২০২৫
  • / পঠিত : ২৬ বার

আসামি ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও করে বিএনপি নেতাদের বিক্ষোভ

যশোরের মণিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে থানায় ধরে এনে শত শত বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেলহাজতে পাঠানো হতো। দিনের পর দিন মিথ্যা মামলায় হাজতবাস করতে হয়েছে। অথচ এখন সুনির্দিষ্ট অভিযোগে আসামি ধরে এনেও থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘেরাও করে থানা ফটকের সামনে বিক্ষোভ সমাবেশে থানার ওসির বিরুদ্ধে এসব অভিযোগ করেন নেতৃবৃন্দ। এসময় বক্তারা থানা থেকে আসামি ছেড়ে দেওয়া বন্ধ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

মণিরামপুর থানার গেটে অবস্থান নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ অন্যরা অভিযোগ করে বলেন, গত দুই দিনের ব্যবধানে ৭ জনকে থানায় ধরে আনা হয়। কিন্তু রাতের আঁধারে রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

থানা ঘেরাওকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহরুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইউনুস আলী জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান, সদস্য সচিব মাসুদ গাজী প্রমুখ।

বিক্ষুব্ধদের অভিযোগ, গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা চত্বর থেকে গাঁজাসহ দুইজনকে আটক করে মণিরামপুর থানা পুলিশ। পরদিন রোববার সকালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও আরও ৪ জনকে সুনির্দিষ্ট অভিযোগে আটক করে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজীর ব্যবহৃত মোবাইল ফোনে সাংবাদিকরা একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba