আজঃ শুক্রবার ১৪-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ফেনী সীমান্তে বিএসএফের বাঙ্কার খনন, ফের উত্তেজনা

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১৮ Feb ২০২৫
  • / পঠিত : ২৩ বার

ফেনী সীমান্তে বিএসএফের বাঙ্কার খনন, ফের উত্তেজনা

: ফেনীর পরশুরাম উপজেলায় নিজকালিকাপুর সীমান্তে গতকাল রাতে সীমান্ত লাইট বন্ধ করে কয়েকটি বাঙ্কার খনন করেছে ভারতীয় বিএসএফ। মুহুরী নদী সংলগ্ন বল্লারমুখার বেড়িবাঁধ পুনর্নির্মাণে আবারও বিজিবি এবং বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সোমবার রাতে সীমান্তে লাগানো লাইট বন্ধ করে ৫/৬টি বাঙ্কার খনন করেছে বিএসএফ। বল্লামুখার বাঁধের ৭০ মিটার অংশে ৩০ মিটার নোম্যান্সল্যান্ডে রয়েছে, এমন দাবি করে বিএসএফ বেঁড়িবাঁধ পুনর্নির্মাণে শুরু থেকেই বার বার বাঁধা প্রদান করে যাচ্ছে।  

মঙ্গলবার সকাল থেকে ভারতের ঈশানচন্দ্র নগর ও বাংলাদেশের নিজ কালিকাপুর ক্যাম্পের বিজিবি- বিএসএফ’র মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। দুপুরে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে সীমান্তে ওই জায়গাটি কয়েবার পরিমাপ করা হয়। বিজিবির পক্ষে মজুমদার হাট কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রশিদের নেতৃত্বে সেখানে বিজিবি সদস্যরা শক্ত অবস্থান নিয়েছেন। 

সরেজমিনে ঘুরে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের অভ্যন্তরে ভারি বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, ফেনী সদরসহ বৃহত্তর নোয়াখালী ৯০ ভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। স্মরণকালের ভয়াবহ ওই বন্যায় জেলার কয়েক লাখ মানুষ ঘরবাড়ি, ফসল ও সম্পদ হারিয়ে সর্বস্বান্ত হয়। 

বন্যায় মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর ১০২ টি স্থানের বেড়িবাঁধ ভেঙে যায়। যার মধ্যে মেরামত কাজ সম্পন্ন হয় ৯৬টি। এতে ব‍্যয় হয় ৯ কোটি ৫৩ লাখ টাকা। এছাড়াও মেরামত কাজ চলমান রয়েছে বল্লামুখার দুটিতে। পানির তোঁড়ে মুহুরী নদীর তীরবর্তী পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তের বল্লারমুখা বেড়িবাঁধের তিনটি স্থানে প্রায় ৫শ মিটার বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে এখানের বাঁধ পুননির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। এক মাস ধরে বাঁধগুলো পুননির্মাণের কাজ করে আসছে ঠিকাদার। 

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বল্লামুখার বাঁধ নির্মাণে বাঁধা প্রদান করে বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইনানুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বাংলাদেশের অভ্যন্তর বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়। তবে সেই বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে ঠিকাদারদের নির্দেশ দিয়েছে বিজিবি। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইয়াসিন জানান, বিএসএফ সীমান্তে গতকাল রাতে বাতি বন্ধ করে ৫/৬টি বাঙ্কার খনন করেছে। বল্লামুখার বেড়িবাঁধ নির্মাণে সকালে এস্কেভেটর বন্ধ করে দিয়েছে কাজ চলাকালে কাজ বন্ধ করতে বলেছে। তবে বিজিবি বিএসএফ বলেছে, এতো বড়ো কাজ একটু এদিক সেদিক হবেই। জায়গাটির নোম্যান্সল্যান্ডে একটু পড়তে পারে। এটা আমরা দেখবো। কিন্তু কোনো ক্রমে কাজ বন্ধ হবে না। এজন্য কাজ চালু রয়েছে। 

এ বিষয়ে জানতে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেনের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba