আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৯ Feb ২০২৫
  • / পঠিত : ২২ বার

এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার নেতাকর্মীরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়েতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। বিষয়টি দল হিসেবে জামায়াতের কাছে বেদনাদায়ক।

এর মাধ্যমে জামায়াত বৈষ্যমের শিকার হচ্ছে। অবিলম্বে এই জামায়াত নেতাকে কারাগার থেকে মুক্তি এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিকট সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার। এখানও যদি আমরা সেই জুলুম থেকে মুক্ত হতে না পারি তাহলে তা জাতির জন্য কলঙ্কের। অবিলম্বে তার মুক্তি দেওয়া না হলে আমরাও আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াত সম্পাদক অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারি সম্পাদক বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক আশরাফ আলী, আব্দুল আজিজসহ অন্যান্যরা।
এছাড়া ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি এইচ এম শামীম, জেলা পশ্চিম শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পূর্ব শাখা সভাপতি আশিকুজ্জামান বক্তব্য রাখেন।

সঞ্চালনা করেন জেলা দপ্তর সম্পাদক নুর-ই ইলী নুর মামুন। সমাবেশে যশোর শহর ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
মিছিল শেষে যশোর শহরে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি দড়াটানা, গাড়ীখানা, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে শেষ হয়

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba