আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২২ Feb ২০২৫
  • / পঠিত : ২১ বার

যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন

দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় গণতান্ত্রিক পদ্ধতিতে শেষ হয়েছে যশোর জেলা বিএনপির  দ্বি-বার্ষিক সম্মেলন । শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছেন যশোর জেলা বিএনপি কাউন্সিলাররা। এ নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচন শেষে রাতে সাড়ে আট টায় ফলাফল ঘোষনা করে বিএনপি চেরায়পার্সনের উপদেষ্টা আমন উল্লাহ আমান।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সাবেরুল হক সাবু। সাধারণ সম্পাদক নিবাচিত হয়েছেন দেলোয়ার হোসেন খোকন। সংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম,

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু।
যশোরে জেলা বিএনপির ১৬ টি ইউনিটের এক হাজার ৬১৬ জন কাউন্সিলারের মধ্যে এক হাজার ৪৮৪ জন কাউন্সিলার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  নির্বাচনে ৭৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সাবেরুল হক সাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান পেয়েছেন ৬৬৩ ভোট এবং যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন খোকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী রবিউল ইসলাম, পেয়েছেন ১৩৪১ ভোট, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু পেয়েছেন ৮৪৫ ভোট , সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।আর কাজী আজম পেয়েছেন ৭১২ ভোট।
দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হল যশোর জেলা  বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করলে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba