আজঃ বৃহস্পতিবার ০৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ধামরাইয়ে স্ত্রীর সামনে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২২ Feb ২০২৫
  • / পঠিত : ৫৪ বার

ধামরাইয়ে স্ত্রীর সামনে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

: ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে প্রকাশ্যে এক যুবদল নেতাকে চোখ উপড়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আকসির নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ বাবুল। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে দুইবারের সদস্য এবং কুল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন জানান, তিনি ও তার স্বামী বিকেলে আকসির নগর আবাসন প্রকল্পে সরিষা মাড়াই করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তার বাবা ইদ্রিস আলীর সামনেই তাকে ও তার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় তিনি ও তার বাবা হাতজোড় করে বাবুলের জীবন ভিক্ষা চাইলে সন্ত্রাসীরা ইদ্রিস আলীকেও মারধর করে।

একপর্যায়ে সন্ত্রাসীরা বাবুলের চোখ উপড়ে ফেলে এবং মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা বাবুলকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ধারণা করছি পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তপূর্বক তাদের দ্রুত সবার মধ্যে গ্রেফতার করা হবে।

বাবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িতদের কেউ গ্রেপ্তার হয়নি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba