আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে টমটমের ধাক্কায় নিহত ২

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৬ Feb ২০২৫
  • / পঠিত : ১৬ বার

চট্টগ্রামের ফটিকছড়িতে টমটমের ধাক্কায় নিহত ২

: চট্টগ্রামের ফটিকছড়িতে উল্টো সাইডে আসা টমটম ওভারটেক করার সময় সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবক মো. পারভেজ (২২) ও রেহেনা আক্তার তানিয়া (২৪) নামের ২ জন যুবক-যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কাজলী দাশ (৫০) নামে আরও এক নারী। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার সময় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট আজম রোডের মাথায় এফটিওয়াই কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার নারায়নহাট ইউনিয়নের দক্ষিণ জুজখোলা গ্রামের মো. ইউচুপের ছেলে ও নাজিরহাট কলেজের শিক্ষার্থী মো. পারভেজ এবং হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের মেয়ে রেহেনা আক্তার তানিয়া (২৪)। 

আহত কাজলী দাশ উপজেলার সুয়াবিল ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাজিরহাট পৌর এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ফটিকছড়ির সদরমুখী সিএনজি অটোরিকশা ও হাটহাজারীমুখী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর রেহেনা আক্তার(২৪) ও মো. পারভেজের(২২) মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদ বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba