আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরের বেনাপোলে ১২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৮ Feb ২০২৫
  • / পঠিত : ১৬ বার

যশোরের বেনাপোলে ১২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কম্বল, কিসমিস, বিস্কুট, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ধান্যখোলা, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ ৯৫ হাজার ৩৪০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কম্বল, কিসমিস, বিস্কুট, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে। এসব মালামাল বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা করা হবে।

বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পণ্য আনে। এভাবে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজস্ব আয় বঞ্চিত হচ্ছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba