আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে নাহিদ ইসলাম

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৮ Feb ২০২৫
  • / পঠিত : ১৭ বার

রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে নাহিদ ইসলাম

এসবিনিউজবিডি ডেস্ক:গণঅভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে আজ। এর মধ্যে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে আসনগ্রহণ করেছেন দলটির আহ্বায়ক পদে থাকা নাহিদ ইসলাম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টা ১০মিনিটে মঞ্চে আসেন তিনি। এসময় আখতার হোসেন, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র-নেতাদের দেখা গেছে।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জুলাই আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্মমতে তাদের জন্য দোয়া করা হয়।

এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে সমাবেশস্থলে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। এছাড়া ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতায় কানায় কানায় পূর্ণ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba