আজঃ বুধবার ১২-০৩-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

চাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৪ Mar ২০২৫
  • / পঠিত : ৬ বার

চাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চাঁদপুর শহরের পুরান বাজারে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে পুরান বাজারে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি (১৭) পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে এবং নিলয় (২০) একই এলাকার মো. সেলিমের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

তাদের পরিবারের লোকজন জানান, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সঙ্গে ইতালি থাকেন। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেশে এসেছেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মোটরসাইকেলে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এলে দ্রুতগামী বাইকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালের আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেস বাজার এলাকায় নিলয়ের মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দুটি মরদেহের সুরতহাল করেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়েছেন। তবে হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba